মর্মান্তিক! শ্রাদ্ধ বাড়ির কাজ করতে গিয়ে নদীর জলে তলিয়ে মৃত্যু দুই শিশুর
Two children drowned in the river while doing the work of Shraddha house

The Truth Of Bengal,সুব্রত কান্তি বিশ্বাস ,ইসলামপুর ,উত্তর দিনাজপুর: ঘাটে শ্রাদ্ধ বাড়ির কাজ করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু দুই শিশুর। মৃত ওই দুই শিশুর নাম শুভ দাস (১২) এবং তুলি দাস (১১)। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কনিভিটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে উপেন দাসের বাবার শ্রাদ্ধের শেষ দিন ছিল। স্বপরিবার মিলে ঘাটে শ্রাদ্ধ করতে গিয়েছিল। নদীতে স্নান করার সময় বেশ কয়েকজন শিশু দলঞ্চা নদীর জলে তলিয়ে যেতে দেখতে পেয়ে তিনজন শিশুকে বাঁচাতে পারলেও দুইজন শিশু দলঞ্চা নদীর জলে তলিয়ে যায়। প্রায় কয়েক ঘন্টা খোঁজাখুঁজির ওই দুই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া আছরে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায়।