রাজ্যের খবর
বাইক রাখা নিয়ে বচসার জেরে তৃণমূল নেতাকে মার, কাঠগড়ায় বিজেপি কর্মী
Trinamool leader beaten up over bike dispute, BJP worker in custody

Truth Of Bengal: বারুইপুরে তৃণমূল নেতাকে বেধড়ক মারধর। আর এই মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। বাইক রাখা নিয়ে বচসার জেরে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ইটের আঘাতে মাথা ফাটল পঞ্চায়েত সদস্যার স্বামীর। হামলার পরেই চম্পট দেয় ওই বিজেপি কর্মী।