আপ বম্বে মেলে কাপলিং খুলে বিপত্তি! বন্ধ হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল
Train Disruption

The Truth of Bengal: ভয়াবহ দুর্ঘটনার থেকে অল্পের জন্য রক্ষা পেল বম্বে মেল। বৃহস্পতিবার রাতে হাওড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আপ বম্বে মেলের কাপলিং খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় হাওড়া-খড়গপুর আপ লাইনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বীরশিবপুর স্টেশনে ঢোকার মুখে আপ বম্বে মেলের কাপলিং খুলে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি আলাদা হয়ে যায়। তবে ট্রেনটি দ্রুত থামাতে সক্ষম হওয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঘটনার পর আপ বম্বে মেলকে উলুবেড়িয়া স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে মেরামতির কাজ চলছে।
রাত ৯টা থেকে হাওড়া-খড়গপুর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রেল কর্তৃপক্ষের দাবি, কাপলিং খুলে যাওয়ার কারণ এখনও জানা যায়নি। তবে এটি একটি গুরুতর ঘটনা। এ ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের দাবি জানানো হয়েছে।
Free Access