রাজ্যের খবর

অভিনব শিক্ষাদান প্রাথমিক স্কুলে, শিক্ষকদের উদ্যোগে সেজে উঠেছে স্কুল

Innovative teaching

The Truth of Bengal: অ আ থেকে ই ঈ— বর্ণপরিচয়ের পাতা উঠে এসেছে স্কুলের দেওয়ালে। ছবির সঙ্গে পুরো বর্ণপরিচয় দিয়ে সাজিয়ে তোলা হয়েছে খুদে পড়ুয়াদের প্রাথমিক স্কুল। প্রতিটি ক্লাসরুমে ছাত্রছাত্রীদের বোঝানোর জন্য দেওয়ালে দেওয়াল লিখন করা হয়েছে। ইংরেজির মাস ও বার লেখা আছে সিঁড়িতে। পড়ুয়াদের একটু অন্যরকম ভাবে শিক্ষাদানের জন্য স্কুলের দেওয়াল থেকে সিঁড়ি সাজিয়ে তোলা হয়েছে এমন ভাবে।

বদলে গিয়েছে স্কুলের পরিবেশ। অভিনব উদ্যোগে নজর কাড়ছে পূর্ব মেদিনীপুরের এগরার একটি প্রাথমিক স্কুল। এক অন্যরকম পরিবেশে শিক্ষার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা। গোটা স্কুলে লাগানো আছে নানান ভেষজ গাছ। খুব ছোট বয়সেই সেইসব গাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারছে খুদে পড়ুয়ায়া। এগরার চিরকুনপাদা প্রাথমিক বিদ্যালয়কে এই ভাবে সাজিয়ে তুলেছেন শিক্ষকরা।অভিনবত্বে নজর কড়ছে এগরার এই স্কুলটি। সুন্দর পরিবেশ শিকার সুযোগ পেয়ে খুশি পড়ুয়ারা। শিক্ষকরা জানিয়েছেন পরিকাঠাগত কিছু খামতি আছে স্কুলে।

তবে সেই খামতি দূর করতে সহযোগিতার অঙ্গীকার করেছেন এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি।প্রায় দেড়শো জনের মতো পড়ুয়া নিয়ে চলে স্কুলটি। সুন্দর পরিবেশের এই স্কুল পরিচালনা করেন তিনজন শিক্ষক। শুধু রুটিন মেনে পড়ানো নয়, কম্পিউটার শিক্ষা থেকে নানা সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রাখা হয় পড়ুয়াদের। সরকারি প্রাথমিক স্কুলের পড়ুয়াদের বাড়ি যাওয়ার জন্য আছে গাড়ি। যা এই জেলায় আর কথায় নেই। শিক্ষকদের আন্তরিক উদ্যোগে নজর কাড়ছে স্কুলটি।

Free Access

Related Articles