গঙ্গাসাগর মেলার আগে ভাঙ্গন রোধে সাত সকালে এলাকায় উদ্বিগ্ন প্রশাসন
The administration is concerned in the area seven mornings to prevent vandalism before the Gangasagar Mela

The Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : জাহেদ মিস্ত্রী : এক মাসের মধ্যে পরপর তিনবার ভাঙল গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা। সামনেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কপিলমুনি মেলা চত্বরের ভাঙন পরিস্থিতি দেখতে আজ সাত সকালে একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নেতৃত্বে। ঘুরে দেখেন মেলা মাঠ সহ ১নাম্বার থেকে ৫ নাম্বার ভাঙ্গন কবলিত এলাকা। দিনের পর দিন কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদী গ্রাসে বাদ পড়েনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে স্থানীয় দোকানপাট বড় বড় গাছ অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই চলে গেছে নদী গর্ভে।
শেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং শেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাওন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে একটি ব্লু প্রিন্ট তৈরি করলেন পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে পরিকল্পনামাফিক কিভাবে এই ভাঙ্গন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন। খুব শীঘ্র বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা তবে মেলার আগে কতটা ভাঙ্গন রোধ করা যায় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে প্রশাসনিক আধিকারিকেরা।