রাজ্যের খবর

বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল ১৩ তম বইমেলা,উপস্থিত একাধিক ব্যক্তিবর্গ

The 13th book fair was held in Bishnupur, many people were present

The Truth Of Bengal,Bankura : মন্দির নগরী বিষ্ণুপুরে রাসমঞ্চের পাদদেশে গোশালার মাঠে শুরু হল ১৩ তম বিষ্ণুপুর বইমেলা। এই অনুষ্ঠানে থিম সং এর ও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সূত্রের খবর, শিক্ষা চেতনা আনে,তাই শিক্ষার প্রসার ঘটানোর জন্যই ১৩ তম বিষ্ণুপুর বইমেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মন্দির নগরী বিষ্ণুপুরের রাসমঞ্চের পাদদেশে ঘোষালার মাঠে। আগামী ১১ই মার্চ পর্যন্ত চলবে এই মেলা।

এই অনুষ্ঠানে শহরের BSSA স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে গোশালার মাঠে এসে শেষ হয়। এরপর এই অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা করেন। পাশাপাশি এদিন উদ্বোধন করা হয় বিষ্ণুপুর বইমেলার থিম সং। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিদিনই রয়েছে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Articles