রাজ্যের খবর

অন্নদা ঠাকুরের জন্ম উৎসব ও সিদ্ধোৎসব উপলক্ষে আদ্যাপীঠ মন্দিরে বিশেষ অনুষ্ঠান

Special program at Adapith Temple on the occasion of Annada Thakur's birth anniversary and Siddhotsav

Truth Of Bengal: দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা শ্রীশ্রী অন্নদাঠাকুরের ১০৪ তম সিদ্ধোৎসব ও ৫৮তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা, ভক্তিগীতির আয়োজন করা হয়। ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলে এই অনুষ্ঠান।

এছাড়াও ৮০০০ নর- নারায়ণের মধ্যে ৩০০০ কম্বল ও ৫০০০ বস্ত্র বিতরণও করা হয় আদ্যাপীঠ মন্দিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ডা নির্মল মাজি, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দর ভাবধারাকে সারা ভারতে ছড়িয়ে দিলে তবেই বিশ্বের মঙ্গল হবে বলে জানান, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক তথা ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই বলেন, প্রত্যেক বছরই নর-নারায়ণের মধ্যে কম্বল ও বস্ত্র বিতরণ করা হয়। সর্বধর্ম সমন্বয়ে বার্তা নিয়ে এই উৎসব সম্প্রীতির মিলন। আগামী দিনে সকলের সহযোগিতা পেলে আরো বড় করে এই অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে বলে জানান, সংঘের সাধারণ সম্পাদক তথা ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই।