রাজ্যের খবর

অনন্য নজির! ইয়ং এগ্রিকালচার সায়েন্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন মেমারির শ্রুতিলেখা

Shrutilekha De from memari awarded as Young Agriculture Scientist

Truth Of Bengal: ইয়ং এগ্রিকালচার সায়েন্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন পূর্ব বর্ধমানের মেমারির শ্রুতিলেখা দে। বিজ্ঞানী ও কীটতত্ত্ববিদ ডঃ বি.বসন্তরাজ ডেভিড দ্বারা আয়োজিত ‘কৃষি বিজ্ঞানে অগ্রগতি’ বিষয়ক ষষ্ঠ জাতীয় সম্মেলনের সময় গত ১৩ নভেম্বর চেন্নাইয়ে কৃষি বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং গবেষকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শ্রুতিলেখা-কে পুরস্কৃত করা হয়।

শ্রুতিলেখা জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই), কলকাতার একজন তরুণ গবেষক।  জেডএসআই কলকাতার বিজ্ঞানী ইও যুগ্ম পরিচালক ডঃ শেলী আচার্যের নির্দেশনায় কাজ করছেন তিনি। তাঁর গবেষণা ইয়ারউইগগুলির বিশদ শ্রেণীবিন্যাসের উপর দৃষ্টি নিবদ্ধ করে, এই পোকামাকড়গুলি বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।

ডঃ বি.বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশন কৃষি বিজ্ঞানে তরুণ গবেষক এবং উদ্ভাবকদের উৎসাহিত করার জন্য এই সম্মেলনের আয়োজন করেন। ড. ভি ভি. রামমূর্তি (সভাপতি, এনটোমোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, নয়া দিল্লি), সহ বিভিন্ন বিশিষ্ট বিজ্ঞানী ড. সুনীল যোশি (প্রধান আইসিএআর ন্যাশনাল ব্যুরো অফ এগ্রিকালচারাল ইনসেক্ট রিসোর্সেস, বেঙ্গালুরু), ডঃ সোমাসুন্দরাম জয়রামন (বিজ্ঞানী এবং প্রধান আইসিএআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, রিসার্চ সেন্টার, তামিলনাডু) এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মেয়ের সাফল্যে আবেগপ্রবণ হয়ে পড়েন শ্রুতিলেখা-র মা শুভ্রা দে। তিনি বলেন, “সন্তানরা যদি ভাল কাজ করে তাহলে সব বাবা মায়েরা গর্ব অনুভব করেন। আমরা ভীষণ গর্বিত খুবই খুশি এবং আনন্দিত। আমি নিজে সার্ভিস করেও ছোটবেলায় ওকে যথেষ্ট সময় দিয়েছি। ও বায়োলজি খুব ভালবাসতো, তাই আমরা ওর ইচ্ছার প্রতি বাধা হয়ে দাঁড়াইনি কখনো।’

Related Articles