রাজনীতিরাজ্যের খবর
Trending
সন্দেশখালি ৫ জায়গায় জারি ১৪৪ ধারা, অশান্তি এড়াতে কড়া কমিশন
Section 144 issued in Sandeshkhali 5 places,Commission made to avoid unrest

The Truth Of Bengal: সপ্তম দফা নির্বাচনের শেষ লগ্নে রণক্ষেত্রের চেহারা নেয় সন্দেশখালি। যে বসিরহাটে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য বাড়তি বাহিনী মোতায়েন করেছিল কমিশন। তাতেও ভোটের শেষ লগ্নে তপ্ত হলো সন্দেশখালি। দফায় দফায় ইট বৃষ্টি পাল্টা পুলিশের লাঠিচার্জ। ন্যাজাট ও বেরমজুর এলাকা থেকে মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ । সন্দেশখালি আইন-শৃঙ্খলা বজায় রাখতে পাঁচ জায়গায় ১৪৪ ধারা জারি।ন্যাজাট , বয়েরামারি, রাজবাড়ী, মঠবাড়িয়া, সরবেড়িয়া এলাকায় রবিবার সকাল ছটা থেকে চার জুন সকাল ছটা পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা।