বীরভূমে স্কুল বাস ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩
School bus and motorbike collide in Birbhum, 3 dead

Truth Of Bengal: মোটর বাইকের সাথে স্কুল বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজন বাইক আরোহীর। দুর্ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানার গোপালনগর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা বিরাজ মাল। বাড়িতে আসবে নতুন সদস্য। তাকে দেখতেই সকলে মুখিয়ে রয়েছে। ভাইয়ের স্ত্রী সন্তানের জন্ম দিয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সে বাইকে করে আরো দুজনকে নিয়ে ভাইয়ের স্ত্রীকে দেখতে যাচ্ছিল।
ইলামবাজার বোলপুর গামী রাস্তায় গোপালনগরে বিরাজের বাইকের সাথে স্কুল বাসের সংঘর্ষ হয়। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিরাজ মাল, বাবুসোনা মাল ও সাগর মাল। পুলিশ তাদের উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাসটি বেপরোয়া ভাবে যাচ্ছিল। দ্রুত গতিতে থাকার ফলে বাসটি ধাক্কা মারে মোটরবাইকে। সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে ইলামবাজার থানার পুলিশ।