রাজ্যের খবর

স্কুটির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন

Road Accident

The Truth of Bengal: ডাম্পারের সঙ্গে স্কুটির ধাক্কায় ঘটনাস্থলে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার চারাতলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুটির সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ওই তিন জনের মৃত্যু হয়েছে। বহরমপুর- কান্দি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার মানুষ।

ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ। কান্দি মহকুমার বড়ঞা থানার গোপিপুর এলাকার হাসানুর রহমান তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে বহরমপুরে চিকিৎসার জন্য আসছিলেন। সেই সময় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

ওই ঘটনায় হাদানুর রহমান ও তাঁর স্ত্রী সীমা বিবি এবং তাঁদের নাবালক সন্তানের মৃত্যু ঘটে। বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক জানান- ইতিমধ্যে ঘাতক ডাম্পারটি আটক করা হয়েছে। যদিও তার চালক পলাতক। দুর্ঘটনাতে মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles