রাজ্যের খবর

ফিরে দেখা রামনগর সংগ্রাম,মলাটবন্দি ইতিহাসের কাহিনী

Revisiting the Ramnagar struggle

The Truth of Bengal: সমুদ্র সৈকত দীঘায় বেড়াতে যাওয়ার আগে রামনগরের মাটি ছুঁয়ে যেতে হয়। স্বাধীনতা সংগ্রামের আঁতুরঘর রামনগরে রয়েছে ইতিহাসের নানা কাহিনী। ইতিহাস ও সাংস্কৃতির ধারক-বাহক  রামনগর নিয়েই তৈরি করা হয়েছে একটি বই। যার পোশাকী নাম ইতিহাসের আলোকে রামনগর। পাঠকমহলে সমাদৃত হচ্ছে এই বিশেষ বই।

সমুদ্র উপকূলবর্তী শহর রামনগর। স্বাধীনতা সংগ্রামের এক পীঠস্থান। বীরপুলের পাশেই গড়ে উঠেছে রামনগর শহর। ঐতিহ্যের রীতি ও ধারা বহন করে এগিয়ে চলেছে শত-সংগ্রামের ভূমি এই প্রাচীন শহর। স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তী সময়ে রামনগর শহরে বদলে এসেছে অনেক। ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক বাহক এই রামনগর।নতুন প্রজন্মের কাছে এই পুরনো শহরের তথ্য তুলে ধরতে তৈরি করা হয়েছে  ইতিহাসের আলোকে রামনগর।বর্তমান সময়ে বইপাঠের অভ্যাস কমেছে,তবে বহু ইতিহাস সন্ধানী মানুষ আঞ্চলিক এলাকার কথা জানতে চান। সেইসব মানুষদের মনের কথা বুঝেই এই বই সামনে আনা হয়েছে। বইটির সম্পাদক, শিক্ষক তপন কুমার রঞ্জিত ও প্রদীপ কুমার জানা। রামনগর এলাকার বহু সাহিত্যিক ও জ্ঞানী-গুনিজন তাঁদের মূল্যবান লেখনী উপহার দিয়েছেন।

রামনগর এলাকার বিভিন্ন প্রান্তের বহু তথ্য উঠে এসেছে এই বইতে। এই বই রামনগর ইতিহাসের এক অসাধারণ দলিল স্বরূপ। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভা গৃহে প্রকাশিত হলেও এই নতুন বই। স্বাধীনতার দিক থেকে যেমন রামনগর এক বিশেষ স্থান অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যের ধারা নিয়ে এখনো সমোজ্জ্বল রামনগর।পাঠকমহলে সমাদৃত হচ্ছে এই বিশেষ বই।

Related Articles