রাজ্যের খবর

রেমালের প্রভাব ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও! ক্ষয়ক্ষতির পরিমাণ কত?

Remal's influence in the India-Bangladesh border area! What is the amount of damage?

The Truth Of Bengal : ইসলামপুর : সুব্রত বিশ্বাস : রেমালের প্রভাব উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় লক্ষ্য করা গিয়েছে। যার ব্যতিক্রম হল না ইসলামপুরের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও। শনিবার ভোররাতে ইসলামপুরের ভারত-বাংলাদেশ সীমান্তের এলাকাতেও আছড়ে পড়ে রেমালের তাণ্ডব। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকা লন্ডভন্ড হয়ে গিয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে কয়েক শতাধিক ঘরবাড়ি।

একাধিক এলাকায় প্রচুর গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েকটা গ্রাম। কয়েক হাজার বিঘা চাষের জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামপুর ব্লকের পন্ডিতপোতা-১ ও পন্ডিতপোতা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সদস্যরা বাদে এখনো পর্যন্ত সেরকম কোনো প্রশাসনিক আধিকারিক ঝড়ে বিধ্বস্ত এলাকায় পৌঁছয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পঞ্চায়েত স্তরে ঝড়ে বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ঝড়ে বিধ্বস্ত গ্রামবাসীরা।

Related Articles