রাজ্যের খবর

ফের সফলতা পুলিশের, রানীগঞ্জে উদ্ধার কোটি কোটি মূল্যের গাঁজা

Police succeed again, marijuana worth crores recovered in Raniganj

Truth Of Bengal: পশ্চিম বর্ধমান, আসানসোল, রাণীগঞ্জ: রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় বিশাল পরিমাণ গাঁজা আটক করল পুলিশ। কুইন্টাল কুইন্টাল গাঁজার বিষয়ে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তারপর বেলদা থেকে দুবরাজপুর যাবার পথে এক মাছের বোঝায় থাকা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

এরপর সেখানে থাকা মাছের পেটি থেকে ভেতরে বস্তার মধ্যে বরফের আড়ালে লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করে রানীগঞ্জ থানার পুলিশ। এদিন প্রায় দেড় থেকে ২ কুইন্টাল গাঁজা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় দু কোটি টাকা।

এদিন রানীগঞ্জ থানার পানজি মোড় ফাঁড়ির আইসি রবীন্দ্রনাথ দলুইয়ের, ডিডি শান্তনু মুখার্জী, এসিপি পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বিশেষ পুলিশ দল একসঙ্গে মিলে এই গাঁজা উদ্ধার করেন।

Related Articles