নদিয়ায় পুলিস আধিকারিকের রহস্যজনক মৃত্যু , উদ্ধার ঝুলন্ত দেহ
Police officer's mysterious death in Nadia, hanging body recovered

Truth Of Bengal: এ এস আই ( সহকারী সাব ইন্সপেক্টর) পুলিস আধিকারিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। মৃত পুলিস কর্মীর নাম দেবাশিষ গড়াই।
সূত্রের খবর , কিছুদিন আগেই নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর পুলিশ ফাঁড়িতে তিনি কর্মে যোগ দিয়েছিলেন। বুধবার সকালে, ফাঁড়ির একটি ঘরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা । দ্রুত তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষোণা করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে রহস্যদানা বাঁধে এলাকায় । প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, পারিবারিক বিবাদের জেরেই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন তিনি। যদিও আত্মহত্যার প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ সূত্রে খবর, এটি শুধু আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনোকারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দেবাশীষ গড়াইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়কা নেমে আসে । পরিবারের সদস্যরা এ ব্যাপারে গভীর ভাবে মর্মাহত। অন্যদিকে, সহকর্মীর আকস্মিক মৃত্যুতে পুলিশ মহলে বিষাদের আবহ তৈরি হয়।