মদ-গাঁজা বিক্রি বন্ধের দাবিতে থানায় পিটিশন গ্রামের মহিলাদের
Petition of women of the village to the police station demanding the ban on the sale of alcohol and marijuana

Truth Of Bengal: মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে বেলতলি গ্রামের মহিলারা হাজির হল কালিয়াগঞ্জ থানায়। সোমবার একদল মহিলা থানায় এসে মদ-গাঁজা বিক্রেতাদের নামে লিখিত আকারে অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, বিগত দিনেও কালিয়াগঞ্জ ব্লকের এক নম্বর অনন্তপুর অঞ্চলের দুটি গ্রাম ও চার নম্বার বোচাডাঙ্গা অঞ্চলের মহিলারা মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে কালিয়াগঞ্জ থানায় হাজির হয়েছিলেন। আজ দুই নম্বার ধনকৈল অঞ্চলের অধিন বেলতলি গ্রামের মহিলারা মদ-গাঁজা বিক্রি বন্ধ করার দাবি নিয়ে কালিয়াগঞ্জ থানায় হাজির হয়।
বেলতলি গ্রামের এই মহিলাদের অভিযোগ, তাদের এলাকার তিন-চারজন মদ-গাঁজা বিক্রি করছে। মদ-গাঁজা খেয়ে এসে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে পুরুষরা। এই নেশার কারণেই গ্রামের বহু পরিবারে নিত্যদিন অশান্তি লেগেই থাকছে। মদ-গাঁজা বিক্রি বন্ধ করার জন্য বারেবারে আবেদন নিবেদন করা হলেও বিক্রেতারা তাদের কথা শুনছে না।
মদ-গাঁজা বিক্রির খবর পেয়ে পুলিশ গ্রামে হানা দিলেও বহাল তবিয়তে চলছে নেশার কারবার। তাই বাধ্য হয়েই এদিন কালিয়াগঞ্জ থানায় এসে মদ-গাঁজা বিক্রেতাদের নামে অভিযোগ জানালাম, বলছেন বেলতলি গ্রামের মহিলারা। পুলিশ আশ্বাস দিয়েছে মদ-গাঁজা বিক্রি বন্ধে পদক্ষেপ গ্রহণ করার।