
The Truth of Bengal: বাড়ির পিছনেই রয়েছে একটি পুকুর, তার ঘাট থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ। মৃত ছাত্রীর নাম বর্ণালী দাস। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের সালমুলা গ্রামে। ছাত্রীর পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে মেয়েটিকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় বিট্টু মণ্ডল নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে বাবার সঙ্গে স্কুলে থেকে বাড়ি ফিরেছিল বর্ণালী। তারপর থেকে শরীর অসুস্থ থাকার জন্য বাড়িতেই ছিল সে। সন্ধে নাগাদ বাড়িতে তার জ্যোঠিমা যখন টিউশন পড়াচ্ছিল, সেই সময় সে বাড়ির বাইরে শৌচালয়ে যায়। সেই সময় মেয়েটির বাবা, মা কেউ বাড়িতে ছিলেন না। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও সে ঘরে না ঢোকায় পরিবারের লোকেরা খুঁজতে বেরোয়। বাড়ির উঠোনে থাকা শৌচালয়েও তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির আশেপাশে, খোঁজ শুরু করলে একটি ঝোপ থেকে তার জুতো পাওয়া যায়। সেখান থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ে তার দেহ দেখতে পাওয়া যায়। পরে জামালপুর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রের খবর, মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পোস্টমর্টামের পর সব কিছু ঠিকঠাক বোঝা যাবে। তবে পরিবারের তরফে কিছু অভিযোগ পাওয়ার পর, এক যুকবকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, এলাকারই এক যুবক বিট্টু মণ্ডল প্রায়ই বর্ণালীকে উত্যক্ত করতো। তার আচরণে পাড়ার বাসিন্দারাও বিরক্ত। সেদিন বর্ণালীদের বাড়ির আশেপাশে নাকি বিট্টুকে দেখে গিয়েছিল।