
Truth Of Bengal: মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলেকে নির্মমভাবে খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত জিয়াউল শেখকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা থেকে বিশেষ তদন্তকারী দল (সিট) জিয়াউলকে পাকড়াও করে। ধৃত ব্যক্তি মূলত সামশেরগঞ্জ থানার সুলিতলা এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল সে।
এর আগে খুনে জড়িত থাকার অভিযোগে, কালু নাদাব, দিলদার নাদাব ও ইনজামুল নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে জিয়াউলের নাম। গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ চোপড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রবিবার জিয়াউলকে জঙ্গিপুর আদালতে তোলা হবে এবং পুলিশ তার হেফাজত চেয়ে আবেদন জানাবে। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল চার। উল্লেক্ষ্য ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠা মুর্শিদাবাদে, হিংসাত্মক পরিস্থিতির মধ্যেই জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাস কে টেনে নিয়ে গিয়ে খুন করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।