রাজ্যের খবর

এবার যৌন লালসার শিকার নাবালক! গ্রেফতার ১

Now the victim of sexual lust minor! Arrest 1

The Truth Of Bengal : মালদা :- যৌন লালসার শিকার এবার নয় বছরের এক নাবালক। ঘটনাটি ঘটেছে মালদা জেলায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

যৌন লালসার শিকার এবার নয় বছরের এক নাবালক। অভিযোগ, প্রতিবেশী চার যুবক ওই নাবালককে যৌন নিগ্রহ করে। যৌন নিগ্রহের সেই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। মালদা থানার পুলিশের দারস্থ হয় নির্যাতিত নাবালকের পরিবার। এরপর পুলিশে অভিযোগ জানালে পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে। তবে, এখনও বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার ধৃত যুবককে পুলিশ পেশ করেছে মালদা জেলা আদালতে।

Related Articles