
The Truth of Bengal: নকশালবাড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম অজিত ওঁরাও। জানা গিয়েছে, সোমবার নাবালিকার বাবা ও মা কাজের জন্য বাইরে গেলে সুযোগ বুঝে ওই যুবক নাবালিকার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
কাজ শেষ করে বাড়ি আসার পর গোটা ঘটনা জানতে পারে নাবালিকা মা-বাবা। এরপরেই নাবালিকার পরিবারের তরফ থেকে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এবং পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে ওই যুবকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নকশালবাড়ি থানার পুলিশ।