রাজ্যের খবর
Trending

Nabanna Notice on JamaiSasthi: জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের

Nabanna Notice on JamaiSasthi: On the occasion of Jamai Sasthi, half day holiday has been announced by the state

The Truth Of Bengal: জামাইষষ্ঠী উপলক্ষে এবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ১২ জুন জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি দফতরে অর্ধদিবস ছুটি বহাল থাকবে। অর্থাৎ, দুপুর ২টোর পর ছুটি কার্যকর হবে। এছাড়া, রাজ্য সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অন্যান্য সরকার অধীনস্থ দফতরগুলির ক্ষেত্রেও প্রযোজ্য হবে এক নিয়ম।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছিল। এমনকি, কর্মীদের কথা মাথায় রেখে অর্ধদিবসের বদলে পূর্ণ দিবসও ছুটি দেওয়া হয়েছিল। ২০২১-এ পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়েছিল। করোনার বিধিনিষেধ চলায় নবান্নের তরফে জারি করা হয়েছিল একাধিক বিধিনিষেধও।

তবে, পুরোপুরি ছুটি দেওয়া হলে, সরকারি অনেক কাজই আটকে যায়। অপরদিকে, সরকারি কর্মীদের একাধিকও ওই দিনটা পালন করে থাকেন। ফলে, সমস্ত বিষয়কে সামনে রেখেই নবান্নের তরফে ২০২৪-এ জামাইষষ্ঠী উপলক্ষে এবার অর্ধদিবস ছুটি ঘোষণা করা হল।

Related Articles