মধ্যযুগীয় বর্বরতা! গৃহবধূকে ডাইনি অপবাদ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
Medieval brutality! The in-laws are accused of beating the housewife by calling her a witch

The Truth Of Bengal : যত যুগের পরিবর্তন হচ্ছে মানুষ তত আধুনিক হচ্ছে। কিন্তু সত্যিই কি আজকের সমাজ আধুনিক? যদি আধুনিক হত তাহলে কি আজ নানান কুসংস্কারের শিকার হতে হত বাড়ির মেয়ে বউকে? না, আজকের সমাজ হয়তো কুসংস্কারের বেড়াজাল কাটিয়ে এখনো আধুনিক হতে পারেনি। আর এই কথার প্রমাণ আজও পাওয়া যায় গ্রাম বাংলার অলিতে গলিতে। সম্প্রতি প্রকাশ্যে এল এইরকমই আরও এক আশ্চর্যকর ঘটনা। যা জানলে আপনারও ধিক্কার জানাতে মন চাইবে আজকের আধুনিক সমাজকে।
ডাইনি অপবাদে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের পেটকি এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা যায়, পেটকি এলাকার বাচামনি টুডু নামে এক গৃহবধূ তার স্বামীর শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ হতেই ডাইনি অপবাদ দেওয়া হয়। শুধু অপবাদ দিয়েই ক্ষান্ত হয়নি ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোক। এরপর ওই গৃহবধূকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় এমনই অভিযোগ। এরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই গৃহ বধুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পরেই ওই গৃহবধুর ভাই ফাঁসিদেওয়া থানায় দিদির শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অপরদিকে গৃহবধূর ভাসুর মঙ্গল সোরেনে সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গল জানায়, “এরকম কোন ঘটনা ঘটেনি। মারধরও করা হয়নি। বৌদি সবসময় মধ্য অবস্থায় থাকতেন। দাদার মৃত্যুর পর আমরা সসম্মানে তার ভাইয়ের বাড়িতে বৌদিকে দিয়ে আসি। এখন আমাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে।”