রাজ্যের খবর

শতশত দীপ জ্বালিয়ে অকাল দীপাবলির উৎযাপন মায়াপুর ইসকনে

Mayapur ISKCON celebrates Akal Diwali by lighting hundreds of lamps

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: দীপাবলীর আগেই জ্বলে ওঠে শত শত দীপ। আর এভাবেই অকাল দীপাবলিতে মেতে ওঠে মায়াপুর ইসকনের ভক্তরা। কার্তিক মাসকে দামোদর মাস বা নিয়ম সেবার মাস হিসেবে পালন করে কৃষ্ণ ধর্মালম্বী মানুষরা। আর দামোদর মাসে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয়েছে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর ইসকনে এই দীপদান উৎসব।

দীপদান উৎসব উপলক্ষে অসংখ্য দেশী ও বিদেশী ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইসকনে। সূর্যাস্ত যাওয়ার পরেই হাজার হাজার ভক্ত হাতে ঘি এর প্রদীপ নিয়ে ইসকনের চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহের সামনে আরতি করতে থাকে। আর এভাবেই প্রতিদিন সন্ধ্যায় একদিকে দামোদর অষ্টকম পাঠ অন্যদিকে সমস্ত ভক্তদের হাতে শত শত প্রদীপ জ্বলে ওঠে। লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হওয়া এই দীপদান উৎসব চলবে পুরো একমাস ব্যাপী।

এ বিষয়ে মায়াপুর ইসকনের জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস জানান, দামোদার মাসে লক্ষ্মী পূজার দিন থেকে একমাস ব্যাপী এই দীপদান উৎসব চলবে। সমস্ত ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণার্থে এই দীপদান উৎসব ভগবানের নামে উৎসর্গ করে। প্রতিদিন সন্ধ্যায় হয় দামোদর অষ্টকম পারসহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান। এই দীপদান উৎসবে শুধু রাজ্য নয় দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত সমবেত হয়। প্রত্যেককে ইসকনের পক্ষ থেকে বিনামূল্যে এই প্রদীপ দেওয়া হয় ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দেখানোর জন্য। আর এভাবেই এক মাস ব্যাপী এই দীপ দান উৎসব চলবে মায়াপুর ইসকনের চন্দরা মন্দিরে।

Related Articles