রাজ্যের খবর

চুঁচুড়ায় শুরু ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি: মুখ্যমন্ত্রীর ১৫ বছরের উন্নয়ন গাথা পৌঁছবে ঘরে ঘরে

মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচির আওতায় বিভিন্ন বিধানসভা এলাকায় উন্নয়নের তথ্য তুলে ধরা হচ্ছে।

তরুণ মুখোপাধ্যায়, হুগলি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ১৫ বছরে রাজ্যজুড়ে গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচির আওতায় বিভিন্ন বিধানসভা এলাকায় উন্নয়নের তথ্য তুলে ধরা হচ্ছে।

এই কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চুঁচুড়া বিধানসভা এলাকায় ‘উন্নয়নের পাঁচালী’ পৌঁছে দেওয়ার উদ্যোগের শুভ সূচনা হয়। চুঁচুড়া শহরের ঘড়িমোড় এলাকা থেকে কর্মসূচি শুরু করা হয়। এদিন চুঁচুড়া বিধানসভার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, সামাজিক সুরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রকল্প ও উদ্যোগের তথ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম বা জাতিগত বিভেদ নয়, বরং রাজ্যের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের উন্নয়নের বার্তা বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই উদ্দেশ্য বলে জানানো হয়।

Related Articles