রাজ্যের খবর

বিজেপি সাংসদের হাতে নিগ্রহের স্বীকার রামকৃষ্ণ আশ্রমের মহারাজ! চাঞ্চল্য এলাকায়

Maharaj of Ramakrishna Ashram admits to being beaten by BJP MPs! In the sensational area

Truth Of Bengal: কোচবিহার: দশমীর দিন চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হল কোচবিহারের সিতাইয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে সিতাই ব্লকের অন্তর্গত আদাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সিতাই রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমে এসে পৌঁছান বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের নেতা নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ)। অভিযোগ উঠেছে, রামকৃষ্ণ আশ্রমের দায়িত্বে থাকা স্বামী বিজ্ঞদানন্দ মহারাজকে শারীরিক ও মানসিকভাবে নিগ্রহ করেছেন নগেন্দ্র রায়।

খবর পেয়ে আশ্রমে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ঘটনাস্থল থেকে নিরাপদে বেরিয়ে যান সাংসদ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার বাসিন্দা ঘটনাস্থলের কাছেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সন্ধ্যা থেকে শুরু হয় অবরোধ বিক্ষোভ চলতেই থাকে। ঘটনাস্থলে পৌঁছান দিনহাটার এসডিপিও ধীমান মিত্র। পুলিশের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হয়‌।

অবশেষে অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের আশ্বাস পেয়ে ঘন্টা তিনেক বাদে অবরোধ তুলে নেওয়া হয়। সোমবারও আশ্রম চত্বরে ভিড় করেন স্থানীয় লোকজন। তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহও ঘটনাস্থলে যান। উল্টোদিকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কেই অশ্লীল মন্তব্য করেন রামকৃষ্ণ আশ্রমে মহারাজ বলে দাবি করেন সাংসদ।

সাংসদ অনন্ত মহারাজ সোমবার একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান, সিতাই রামকৃষ্ণ আশ্রমে শিশুদের একটি স্কুল রয়েছে। সেখানে কিছু এমপি ফান্ড থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সমস্ত বিষয় খতিয়ে দেখতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আশ্রমের স্কুলের কিছু নথি খতিয়ে দেখতে চাইলে বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন আশ্রমের মহারাজ ও সাংসদ। এরপরেই সেখান থেকে বেরিয়ে আসেন সাংসদ। রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দাবি করেছেন তাঁকে মিথ্যে অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে।

Related Articles