রাজ্যের খবর

এখনও বন্ধ থাকছে মা ফ্লাইওভার

Maa Flyover still closed

Truth Of Bengal: আবারও বন্ধ থাকছে মা ফ্লাইভার! রাত ১০টা থেকে সকাল ৬ পর্যন্ত রাস্তা সারাইয়ের কাজের জেরে মা ফ্লাইভারের একাংশ বন্ধ রাখা হবে। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে কলকাতার পুলিশ কমিশনার। সঙ্গে জানানো হয়েছে, চিংড়িহাটা থেকে সায়েন্স সিটির দিকে যে রাস্তাটি যাচ্ছে তার ডানদিকে মা ফ্লাইওভারে ওঠার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটিই ওই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে।

সম্পূর্ন সারাই না হওয়া পর্যন্ত কিছুদিন ওই সময়ে বন্ধ থাকবে মা ফ্লাইওভার। অর্থ্যাৎ রাত ১০ টার পর পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে আর ওঠা যাবে না মা ফ্লাইভারে। তার পরিবর্তে সায়েন্স সিটি হয়ে ৪ নম্বর ব্রিজ হয়ে যেতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি যানচলাচলের ক্ষেত্রে মা ফ্লাইওভারে বড় বদল লক্ষ্য করা গিয়েছে। বছরের শুরুতেই মুখ্যমন্ত্রীর ধমক খেয়ে মা ফ্লাইওভারে রাত ১০টার পর যে বাইক চলাচলে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নেয় পুলিশ। কিন্তু সেই সঙ্গে শর্ত জানানো হয়েছে, বাইকের নির্দিষ্ট গতির বাইরে স্পিড উঠলেই জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা উড়ালপুল নিয়ে উদ্বেগ প্রকাশ। তিনি সাফ বলে দিয়েছিলেন, “মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিশের একটাই কাজ বন্ধ করে দেওয়া।”

Related Articles