ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে শুরু ঝুলনযাত্রা মহামোৎসব
Jhulanatra Mahamotsava started in Mayapur, the main center of ISKCON, in coordination with local and foreign devotees

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : ধর্মীয় প্রথা ও রীতি অনুযায়ী শুরু হয়েছে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর ইসকনের ঝুলন যাত্রা মহামোহোৎসব। ঝুলন যাত্রা উপলক্ষে অপ্রাকৃতিক সৌন্দর্য পরিবেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়েছে। প্রতিদিন বিকেল হলে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে মায়াপুর ইসকন পরিচালিত ঝুলনযাত্রা উৎসবে। প্রতিদিন বিকেল হলে ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে রাধা মাধবের বিগ্রহকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, ঝুলন গার্ডেনে। সেখানে হরিনাম সংকীর্তন সহ বিশেষ পূজা পাঠের মধ্যে দিয়ে রাধামাধবের বিদ্রোহকে দোল খাওয়ানো হচ্ছে।
রাধামাধবের বিদ্রোহের ঝুলনের দড়ি স্পর্শ করতে ঝুলন গার্ডেনে জমায়েত হচ্ছে অসংখ্য দেশীয় বিদেশী ভক্তরা। সমস্ত গার্ডেনকে সাজানো হয়েছে আলোকমালায়। যদিও এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ ঝুলন যাত্রা উৎসব উপলক্ষে। গোটা মায়াপুর ইসকন মন্দির কে সুসজ্জিত করা হয়, ছোটদের মনোরঞ্জনের জন্য হাতিদের পরিক্রমা করা হয়। রয়েছে গোসালা, যেখানে বিদেশী হরেক রকমের গরু ও মহিষ লক্ষ্য করা যায়, যা দেখতে এক উদ্দীপনা থাকে মানুষের মধ্যে।
এ প্রসঙ্গে মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন,, প্রত্যেক বছরই ঝুলনযাত্রা উৎসব উপলক্ষে, মায়াপুর ইসকন মন্দির ভক্তদের জন্য থাকে এক অন্যতম আকর্ষণ কেন্দ্র। লক্ষ লক্ষ বিদেশী ভক্তবৃন্দ ও দেশের লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা ছুটে আসেন রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব দেখতে। তবে শুধু ঝুলন যাত্রা উৎসব নয়, সারা বছরই বিশেষ তিথি গুলিতে মায়াপুরে অসংখ্য ভক্তবৃন্দদের ভিড় হয়।, আর আগত ভক্ত বৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় ইসকনের পক্ষ থেকে।