রাজ্যের খবর
Trending

‘জয় জোহার’ মেলা জেলায় জেলায়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান

'Jai Johar' fair

The Truth Of Bengal : আদিবাসীদের সার্বিক বিকাশে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া মানুষদের সামনে সারিতে নিয়ে আসার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘জয় জোহার’ প্রকল্প। এই প্রকল্পের অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় জয় জোহার মেলা শুরু হয়েছে। রাজ্যে ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই মেলা শুরু হয়েছে।

আগামী ৫ মার্চ পর্যন্ত এই মেলা চলবে। রাজ্যের আদিবাসী অধ্যুষিত ব্লক আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদহ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক গুলিতে এই মেলা শুরু হয়েছে। মেলার মুখ্য আকর্ষণ থাকছে আদিবাসী মানুষদের নিজস্ব নাচ, গান, শিল্প ও সংস্কৃতির প্রচার, প্রসার ও প্রদর্শন। এই মেলা থেকে আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করাও হচ্ছে।

জয় জোহার মেলার মধ্য দিয়ে এক সুর বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘মাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে’ মেলার প্রধান ভাবনা। আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে আদিবাসীদের সার্বিক বিকাশে ধারাবাহিকভাবে প্রকল্প গ্রহণ করা হয়েছে রাজ্যে। আর জেলায় জেলায় জয় জোহার মেলার মধ্য দিয়ে সরাসরি আদিবাসীদের হাতে বিভিন্ন পরিষেবা তুলে দেওয়ার উদ্যোগ। স্বাভাবিকভাবে খুশি রাজ্যের আদিবাসী মানুষেরা।

 

FREE ACCESS

Related Articles