বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর..
Husband Tried to kill His Wife At Howrah

The Truth Of Bengal: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর। ঘটনাটি ঘটেছে ডোমজুর থানার অন্তর্গত মাকড়দহ চৌধুরী পাড়ায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।আহত মহিলা হাওড়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
বেলাল মল্লিকের সাথে তার স্ত্রী আফসানা বেগমের দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ধারালো অস্ত্র নিয়ে বেলাল মল্লিক তার স্ত্রীর ওপর চড়াও হয়। রক্তাক্ত অবস্থায় আফসানাকে পরিবারের লোকজন হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর অভিযুক্ত বেলাল মল্লিক ডোমজুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে।পুলিশ তাকে গ্রেফতার করেছে।
জানা যাচ্ছে বছর কয়েক আগে বেল্লাল মল্লিকের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় মুন্সীডাঙা শেখপাড়ার আফসানা শেখের। এক পুত্র সন্তান রয়েছে এই দম্পতির। বিয়ের পর থেকেই নিজেদের মধ্য প্রায়শই অশান্তি চলত বলে অভিযোগ। বেল্লাল পেশায় দর্জির কাজ করতেন। অভাব ছিলো সংসারে। এরপর মঙ্গলবার দুপুর সাড়ে বারটা নাগাদ অশান্তি চরমে ওঠে। স্ত্রী যখন বাথরুমে স্নানে গিয়েছিলেন সেইসময় আচমকাই বাথরুমে ঢুকে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেয় বেল্লাল। এরপর ডোমজুড় থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। আহত আফসানা’কে হাওড়া জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে।
Free Access