রাজ্যের খবর

জাতীয় যোগা প্রতিযোগিতায় গোল্ড মেডেল ছিনিয়ে আনলো হাওড়া শিবপুরের আয়ূষ

Howrah Shibpur's AYUSH wins gold medal in national yoga competition

Truth of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া:  ছোটবেলা থেকেই শ্বাসকষ্টের ভীষণ সমস্যা। শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য যোগব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। আর সেই যোগব্যায়ামের অধ্যাবসায় থেকেই জাতীয় যোগা প্রতিযোগিতায় গোল্ড মেডেল ছিনিয়ে আনলো হাওড়ার শিবপুরের পড়ুয়া আয়ূষ। আয়ূষের বয়স ১৫। সামনের বছরেই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক বসবে সে।

মাধ্যমিকের প্রস্তুতির সঙ্গেই জাতীয় যোগা প্রতিযোগিতায় বড় সাফল্য অর্জন করেছে আয়ূষ। ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত হিমাচলপ্রদেশের উনায় ইন্দিরা স্টেডিয়ামে “যোগা ফেডারেশন অফ ইন্ডিয়া” সংস্থার পরিচালনায় “হিমাচল যোগা এসোসিয়েশন” এর ব্যবস্থাপনায় জাতীয় যোগা প্রতিযোগিতায় ১৬ থেকে ১৮ বছর বয়সের ট্রাডিশনাল গ্রুপে অংশগ্রহণ করে। সেখানেই গোল্ড মেডেল ছিনিয়ে নেয় আয়ূষ।

জাতীয় যোগা প্রতিযোগিতায় ভারতের ৩০টি রাজ্য থেকে ছেলে মেয়েরা অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ থেকে ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩০ জন ছেলে মেয়ে যায় প্রতিযোগিতায়। তেমনই হাওড়া থেকে ৬ জন ছেলে মেয়ে জাতীয় যোগায় অংশগ্রহণ করে। আয়ূষের মা কৃষ্ণা চ্যাটার্জী বলেন, ছোটবেলা থেকে কঠিন রোগে আক্রান্ত হয় ছেলে। সেই রোগ থেকে মুক্তির জন্য ডাক্তারের পরামর্শে ৩ বছর ৮ মাস থেকে শিবপুর যোগাঙ্গন যোগা সেন্টারের কোচ সৌরভ শেখর কুন্ডুর কাছে যোগব্যাম শিখতে শুরু করে ও। সেই থেকে জেলা যোগা প্রতিযোগিতা, এরপর বেঙ্গল প্রতিযোগিতায় খেলার পর জাতীয় প্রতিযোগিতায় সুযোগ পায়। এই ভাবে সাফল্য আসবে ভাবতে পারিনি। পাশাপাশি সামনে মাধ্যমিকের পরীক্ষায় যাতে ভালো ফল করতে পারে সেই আশাও করছে মা।

আয়ূষ খুব খুশি এই সাফল্যে। যোগার পাশাপাশি ক্রিকেট ও আঁকতে ভালোবাসে সে। ভবিষ্যতে সফ্টওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা আছে। তবে যোগব্যায়াম জারি রাখতে চায় সে। তার এই সাফল্যে ৩৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিলীপ ঘোষ বাড়িতে এসে সংবর্ধনা দেন।

Related Articles