রাজনীতিরাজ্যের খবর

‘গো ব্যাক’ ধ্বনী শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন শুভেন্দু, বললেন…শু… বাচ্চা, কড়া প্রতিক্রিয়া অভিষেকের

Hearing the sound of 'go back', Shuvendu was burning with oil and said...shu...baby.

The Truth Of Bengal : তেলে বেগুনে জ্বলে উঠলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাঁকুড়া জেলার পাত্রসায়রে দলের কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। ‘গো ব্যাক’ ধ্বনী দিতে থাকেন। সন্দেশখালি নিয়ে স্লোগান ওঠে। সন্দেশখালির যে ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে স্পষ্টই বিজেপি নেতা বলছেন মহিলাদের টাকা দিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে তা নিয়ে সরব বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশকে উদ্দেশ্য করে কু-কথা বলেন। সেখানে থেমে থাকেননি, ভিক্ষোভকারী মহিলাদের উদ্দেশ্য করে অশালীন কথা বলতে থাকেন রাজ্যের বিরোধী দলনেতা। তখন মেজাজ হারিয়ে শুভেন্দু অধিকারী বিক্ষোভকারিদের উদ্দেশ্যে বলেন, শু… বাচ্চা। তার মুখে এই অশালীন ভাষা নিয়ে সোচ্চার তৃণমূল। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে এই ধরনের ভাষা প্রয়োগ করায় সমালোচনার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন এটা বিজেপির কালচার। কমিশন পদক্ষেপ করুক দাবি তৃণমূলের।

শুভেন্দু অধিকারীর এই অশালীন মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভিডিওটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে সোচ্চার হয়েছেন বিজেপির বিরুদ্ধে। অভিষেক লিখেছেন বিজেপির নারী শক্তি সম্মানের মডেল এই অশালীন ভাষা। তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সভার সাংসদ সকেত গোখলেও এই নিয়ে সরব হয়েছেন।

 

Related Articles