বুধবার থেকে গঙ্গাসাগর মেলা, মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনী
Gangasagar Mela from Wednesday, security cordon around the fair

Truth Of Bengal: বুধবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। নির্বিঘ্নে গঙ্গাসাগর মেলা সম্পন্ন করতে নিরাপত্তার কড়া বেষ্টনী থাকছে। রাজ্যের একাধিক মন্ত্রীকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নানে অংশ নেবেন। প্লাস্টিক বর্জিত গ্রীন গঙ্গাসাগর মেলাই লক্ষ্য।
সব তীর্থ বার বার গঙ্গাসাগর একবার। বুধবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। আগামী বুধবার সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে পরদিন সকাল ৬:৫৮ মিনিট পর্যন্ত গঙ্গাসাগরে পুণ্য স্নানে অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা। কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন। মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং করা হয়েছে। এর ফলে ২০ ঘন্টা পর্যন্ত ভেসেল পরিষেবা চালু থাকবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০ টি বাসের ব্যবস্থা করেছে পরিবহন দফতর।
বিভিন্ন সরকারি হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে। সাগর, নামখানা, রুদ্রনগর সহ পাঁচটি ‘টেম্পোরারি হসপিটাল’ করা হয়েছে। রয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স। মেডিক্যাল ইমারজেন্সির জন্য থাকছে কপ্টার অ্যাম্বুলেন্স। কোন দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বীমা দেবে সরকার। মেলার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এই বীমার আওতায় থাকবেন পুণ্যার্থী থেকে সংবাদমাধ্যমের কর্মীরা। গঙ্গাসাগরে থাকছে তিনটি স্থায়ী হেলিপ্যাড। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য প্লাস্টিক বর্জিত গ্রীন গঙ্গাসাগর মেলা।
লাখো লাখো পুণ্যার্থী আসবেন গঙ্গাসাগরে। তাদের অসুবিধে যাতে না হয় এবং সমস্ত ধরনের সুবিধা যাতে পূর্ণ্যার্থীরা পান তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা নবান্ন থেকে করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্য এবার ছবি সহ পরিচয় পত্র করা হয়েছে। পানীয় জলের জন্য পর্যাপ্ত জলের পাউচ রাখার ব্যবস্থা রয়েছে। বাংলা সহ বিভিন্ন ভাষাতে ঘোষণা করা হচ্ছে, যাতে সাগরে আগত পুণ্যার্থীদের অসুবিধে না হয়। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা যেমন রয়েছে ঠিক তার পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।