সন্দীপকে শোকজের নোটিশ রাজ্য মেডিকেল কাউন্সিলের, রয়েছে রেজিস্ট্রেশন বাতিলের সম্ভাবনা
former principal of rg kar medical college hospital sandip ghosh show caused by west bengal medical council

Truth Of Bengal : ফের বিপাকে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার শোকজের নোটিশ পেলেন সন্দ্বীপ। গত শুক্রবার এই নিয়ে সন্দীপ ঘোষকে চিঠি দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে যদি প্রাক্তন অধ্যক্ষ সন্তোষজনক জবাব না দিতে পারেন তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে বলেই খবর। সেই সঙ্গে স্বাস্থ্য ভবনের পর এবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস এবং প্রাক্তন আরএম ও অভিক দে-কে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল।
শনিবার কাউন্সিল থেকে তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। তারা তিনজন হলেন অভিক দে, বিরুপাক্ষ বিশ্বাস এবং মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসা মুস্তাফিজুর রহমান মল্লিক। বিরুপাক্ষ বর্ধমান মেডিকেল কলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কাউন্সিলের তরফে শুক্রবার শোকজ এর নোটিশ পাঠানো হয়েছে সন্দীপ ঘোষের বাড়িতে। ওই নোটিতে বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে সন্দীপকে কারণ জানাতে হবে। তার বক্তব্য সন্তোষজনক না হলে তার রেজিস্ট্রেশন বাতিলও হতে পারে।