লাভপুর থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার,গ্রেফতার ১
Firearms recovered in Lobpur police station area, 1 arrested

The Truth Of Bengal :বড়সড় সাফল্য পেল লাভপুর থানার পুলিশ । লাভপুর থেকে উদ্ধার দেশি পাইপ গান ও এক রাউন্ড গুলি ৷ ঘটনার সঙ্গে জড়িত থাকায় । কোথার থেকে এবং কেন ওই অস্ত্র আনা হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
পুলিশ সূত্রে খবর , ওই ব্যক্তি রাস্তায় ছিনতাই করার দাঁড়িয়ে ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায় লাভপুর থানার পুলিশ । সেইখান থেকেই ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
ধৃত ব্যক্তির নাম হাবিব সেখ ।ওই ব্যক্তি লাভপুর থানার অন্তর্গত গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা । তার সঙ্গে আরো কেউ রয়েছে কিনা সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর , ওই ব্যক্তি কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই এলাকায় পরিচিত । ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বোলপুর মহকুমায় আদালতে তোলা হবে । দিকে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় চিন্তিত জেলা প্রশাসন।
Free Access