দলছুট হাতির তান্ডবে অতিষ্ট চাষীরা, নষ্ট প্রচুর ফসল
Farmers are hungry due to rampant elephants, many crops are ruined

The Truth Of Bengal: এক পাল দলছুট হাতির তান্ডবে মাথায় হাত চাষীদের। নষ্ট হয়েছে প্রচুর ফসল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুররে। বনদপ্তরের ওপর ক্ষুব্ধ চাষীরা।
স্থানীয় সূত্রে খবর, বিগত ৪-৫ বছর ধরে আলুর সময় হাতি এসে বিঘের পর বিঘে আলু চাষ নষ্ট করে যাচ্ছে, অথচ বনদপ্তর হাত গুটিয়ে বসে রয়েছে এমনই অভিযোগ চাষীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নম্বর অঞ্চলের অন্তর্গত রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার রাত্রে গড়বেতা ব্লকের মর্চির জঙ্গল থেকে একটি হাতির দল কেশপুর ব্লকের রাজ্যগ্রাম, খড়িগাড়িয়া হাতবান্দী ও মহাডিয়া এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ বিঘা জমির উপর রাতের অন্ধকারে ঘুরে বেড়াতে থাকে। যার ফলে নষ্ট হয়েছে চাষের জমির ফসল আলু ও সদ্য রোপন করা ধান চাষ।
প্রথীক মন্ডল নামে এক কৃষক জানান, “বনদপ্তর শুধুমাত্র এসে গাড়িতে বসে সময় নষ্ট করে চলে গেছে। হাতি সরিয়ে নিয়ে যাওয়ার কোন ব্যবস্থাই করেনি। সরকারের কাছে ফসল নষ্টের ক্ষতিপূরণ দাবি করছি আমরা। আরও এক কৃষক সমর ঘোষ বিস্ফোরক অভিযোগ করেন বনদপ্তরের বিরুদ্ধে! তিনি বলেন, “বনদপ্তরের আধিকারিকদেরকে বলতে গেলে তারা জানায়, যত বেশি দিন হাতি নামবে ও ক্ষতি করবে তত তাদের বেতন বৃদ্ধি হবে! তাই তারা কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। চাষীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে রয়েছেন বনদপ্তরের ভূমিকাতে। তবে কয়েকশ বীঘা আলু চাষে জমি ক্ষতি হয়ে গেলেও কোনভাবেই দেখা মেলেনি বনদপ্তরের আধিকারিকদের। জেলা বন অধিকরিকের সাথে ফোনে যোগাযোগ করলে কোন উত্তর পাওয়া যায়নি। এলাকার চাষিরা ক্ষোভে ফুঁসছে বনদপ্তরের উপর!
FREE ACCESS