
The Truth of Bengal: ডুয়ার্সের পাতাবাড়ি এলাকায় কয়েকদিন ধরে চিতার আতঙ্ক দানা বাঁধে। তা আপাতত সমাধান হল। চা বলয়ের মানুষ কিছুটা স্বস্তি পেল। পূর্ণবয়স্ক চিতাটিকে ধরে ছেড়ে দেওয়া হয় গরুমারা জঙ্গলে। জলপাইগুড়িতে চিতার আতঙ্কে চা বাগানের কর্মীদের বহু সমস্যার সম্মুখীন হতে হয়। চা পাতা তুলতে গেলে বাগান শ্রমিকদের সম্মুখীন হতে হয় চিতার। বহু শ্রমিক আহত হয়েছেন। অনেকে প্রাণও হারিয়েছেন।
সেই ঘটনা উত্তরবঙ্গে প্রায়শই দেখা যায়।কয়েকদিন আগে ডুয়ার্সের পাতাবাড়ি এলাকায় ঢুকে পড়ে একটি পূর্ণবয়স্ক চিতা।খাদ্য-খাদকের শৃঙ্খল নষ্ট হওয়ার কারণে হিংস্র প্রাণীটি টেনে নিয়ে যায় ছাগল –কুকুর। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বাড়ির বাইরে বেরোতেও ভয় পায়। শ্রমিক মহল্লার বাসিন্দাদের রাতের ঘুম ছুটে যায়। চিতার হামলা থেকে বাঁচতে রাত পাহারাও দেয় বাগান শ্রমিকরা।
তাই চিতা ধরার ফন্দি আঁটা হয়। পাতা হয় ফাঁদ। পেতে রাখা সেই ফাঁদে ধরা পড়ল পূর্ণ বয়স্ক চিতা। বনদফতরের সিদ্ধান্ত মোতাবেক চিতাটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।ফলে আপাতত স্বস্তিতে শ্রমিকরা। চা বলয়ে চিতা বা বন্যপ্রাণীদের লোকালয়ে বেরিয়ে আসার ঘটনা প্রায়শই দেখা যায়।জঙ্গল সংলগ্ন এলাকার মানুষের সুরক্ষায় বনদফতর বাড়তি নজর দিচ্ছে।