রাজ্যের খবর

দিল্লির স্কুল ফের বোমার হুমকি

Delhi school bomb threat again

Truth Of Bengal: দিল্লির স্কুলে ফের বোমার হুমকি। গত কয়েকদিন ধরে লাগাতার বোমার হুমকির ইমেইল আসছে দিল্লির বিভিন্ন স্কুলে। যদিও সবই ভুয়ো বলে প্রমণিত হয়েছে। তা স্বত্ত্বেও এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ফের বোমার হুমকি পেল দিল্লির বেশ কয়েকটি স্কুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বিভাগ।

মঙ্গলবার সকালে বোমা হামলার হুমকি পায় দক্ষিণ দিল্লি এবং উত্তর পশ্চিম দিল্লির বেশ কয়েকটি স্কুল। দক্ষিণ দিল্লির ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং উত্তর পশ্চিম দিল্লির সরস্বতী বিহারের একটি স্কুলকে হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, খবর পেয়ে পুলিশ, ফায়ার ব্রিগেড ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে স্কুলে পাঠানো হয়। স্কুল চত্বর খালি করা হয়েছে এবং তদন্ত চলছে। দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

Related Articles