
The Truth of Bengal: পানিট্যাঙ্কি সংলগ্ন উওর রামধন জোত লাগোয়া টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার,ব্যাপক চাঞ্চল্য। শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি সংলগ্ন উওর রামধন জোত লাগোয়া টুকরিয়া ঝাড় বনাঞ্চলে জ্বালানি কাঠ নিতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
মৃত মহিলার নাম গৌরি অধিকারী। মৃত পানিট্যাঙ্কির গৌরসিং জোতের বাসিন্দা। জানা গিয়েছে, এদিন জ্বালানি কাঠ নিতে জঙ্গলে ভিতরে ঢোকে কয়েকজন মহিলা। ভিতরে ঢুকতে হাতির মুখে পড়ে তারা। তবে বাকিরা পালাতে সক্ষম হলেও মুখে পড়ে যায় ওই মহিলা। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় টুকরিয়া ঝাড় বনাঞ্চলে রেঞ্জার সহ বনকর্মীরা ও পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্ম্যাদক্ষ কিশোরী মোহন সিংহ ও গৌরসিং জোতের পঞ্চায়েত সদস্য কৃষ্ণ রায়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।