রাজ্যের খবর

পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল চালকের, পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

Cyclist dies in road accident

Truth Of Bengal : দক্ষিণ ২৪ পরগনা : বাবলু প্রামানিক : পথ দুর্ঘটনায় মৃত্যুর জেরেই পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার মানুষের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার মগরাহাট থানার সালিকা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মগরাহাট থানার রামনাথপুর এলাকায় কাজ ছেড়ে বাড়ি ফিরছিল শুভ আদক নামে এক যুবক তখনই পেছন দিক থেকে একটি দ্রুতগতির লড়ি এসে তাকে সজোরে ধাক্কা মেরে চলে যায় ঘটনায় মৃত্যু হয় ওই যুবকের এরপরই ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনার উত্তেজনায় ছাড়াই গোটা এলাকায়।

এলাকার বাসিন্দাদের দাবি ওই রাস্তায় কোন বাম্পার না থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চলে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনকে বাড়াবারে বলা সত্বেও কোন ফল লাভ হয়নি। তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত ওই গাড়ির ড্রাইভার নিজে এসে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছে ততক্ষণ এই বিক্ষোভ চলছে থাকবে।

Related Articles