রাজ্যের খবর

Lok sabha election 2024: নয়া নির্দেশ কমিশনের, লাইনে দাঁড়ানো ভোটারদের পরিচয়পত্র যাচাইয়ে ‘না’ কমিশনের

Lok sabha election 2024: Commission's new directive, 'no' to verify identity cards of voters standing in line

The Truth Of Bengal: ভোটগ্রহণ কেন্দ্রে নজরদারিতে যুক্ত থাকেন কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ,এসএসবির জওয়ানরাই নির্বাচনের নিরাপত্তার দেখভালে থাকেন। কিন্তু বর্তমান সময়ে অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনী অনেক সময়ই বাড়াবাড়ি করে। বিশেষ করে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের পরিচয়পত্র যাচাই করার নামে বাহিনী অতি সক্রিয় হয়ে ওঠে বলেও অভিযোগ করেন ভোটাররা।এই অবস্থায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারদের এক নির্দেশিকায় জানিয়েছে,বুথের ভিতরে প্রবেশ করতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। ভোট কেন্দ্রে প্রবেশের পথে বাহিনী নজর রাখতে পারবেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় বাহিনী সংযত আচরণ করবে বলে প্রত্যাশা করছে নাগরিকদের একাংশ। কর্মরত কোনও ডিউটি অফিসারকে সব দিকে নজর দিতে হবে। তবে ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে অস্ত্র নিয়ে প্রবেশ বা ভয় দেখানোর ঘটনা ঘটলে তত্পরতা বাড়াতে পারবে কেন্দ্রীয় বাহিনী।

 

Related Articles