রাজ্যের খবর

“শহরের মানুষ বেশি চালাক, আমাদের প্রার্থীকে ভোট দেননি, শহরে কোন বরাদ্দ নয়”- বিতর্কিত মন্তব্য উদয়নের

"City people are more clever, didn't vote for our candidate, no allocation in city" - Udayan's controversial comment

The Truth Of Bengal :  কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সংবর্ধনা সভায় বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী উদয়ন গুহ। মাথাভাঙায় এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে পরাজিত হন আগের বাড়ির মোদি মন্ত্রিসভার অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামানিক। ওই লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে বিপুল ভোট পান তৃণমূল প্রার্থী। তবে ভোট কম পেয়েছেন শহরগুলিতে। কোচবিহার, মাথাভাঙা, ও দিনহাটা শহরে তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়েন। এই নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী বলেন, “শহরের মানুষ বেশি চালাক, ওদের বরাদ্দ বন্ধ করে দেব।” নবনির্বাচিত সাংসদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এও ঘোষণা করেন, কোচবিহার লোকসভা কেন্দ্রের সব শহরে তৃণমূল প্রার্থী প্রতিপক্ষের থেকে কম ভোট পেয়েছেন। তৃণমূল সব শহরে হেরেছে। আর সেই কারণে তাঁর দফতরের সব বরাদ্দ শহরের জন্য বন্ধ।

উদয়ন গুহ বলেন, “উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে কোনও বরাদ্দ করিনি মাথাভাঙা, দিনহাটা ও কোচবিহার শহরের জন্য।” মাথাভাঙা ১ ব্লকের জন্য চার কোটি টাকা, মাথাভাঙা ২ ব্লকের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন বলে মন্ত্রী ঘোষণা করেন। সংবর্ধনা সভায় মন্ত্রী স্বগর্বে বলেন, মাথাভাঙা শহরের জন্য এক টাকাও বরাদ্দ করেননি তিনি। শুধু মাথাভাঙা শহর নয়, নিজের দিনহাটা শহরের জন্যও একটা টাকাও বরাদ্দ করেননি বলে জানান উদয়ন গুহ।কোচবিহার শহরের জন্যও কোন টাকা বরাদ্দ না করার কথা ঘোষণা করেন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর যা বরাদ্দ করবে শুধু গ্রামের জন্যই, ওই সভায় ঘোষণা করেন মন্ত্রী।

মন্ত্রীর এই ঘোষণায় বিতর্ক দানা বেঁধেছে। শুধু দলের প্রার্থীকে ভোট দেননি বলে কোন এলাকায় উন্নয়ন বন্ধ করা যায় না ভুলে অনেকে মত প্রকাশ করেছেন। তবে বিরোধীদের সেই বক্তব্যে কান দিতে নারাজ মন্ত্রী।