রাজনীতিরাজ্যের খবর

রাস্তায় নেমে মানুষের মাঝে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে পেয়ে উচ্ছ্বসিত মানুষ

Chief Minister among the people on the streets

The Truth of Bengal: জেলা সফরে উত্তরবঙ্গে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সভার পাশাপাশি মঙ্গলবার উত্তর দিনাজপুরে জোড়া পদযাত্রা করলেন তিনি। চোপড়া এবং ইসলামপুরে পদযাত্রা করেন। প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাঁটলেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দু’পাশে ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি শিশুকে কোলে তুলে নেন মমতা। মুখ্যমন্ত্রীকে তাঁদের মাঝে পেয়ে খুশি সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় পা মেলান দলের নেতা কর্মী সমর্থকরা। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগানে ভরে ওঠে চারিদিক। দলীয় পতাকা নিয়ে রাস্তার দু’ধারে ভিড় করেন তৃণমূল কর্মী-সমর্থকরা।

হাঁটার সময় রাস্তার দু’পাশের মানুষের দিকে তাকিয়ে কখনও নমস্কার, কখনও আবার হাত নাড়েন মুখ্যমন্ত্রী। দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি নমস্কার করেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু স্কুল পড়ুয়া ছাত্রীর সঙ্গেও দাঁড়িয়ে কথা বলেন তিনি। ছাত্রীদের হাতে ছিল ‘আমরা দিদির সবুজ সাথী’ প্ল্যাকার্ড। এদিন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাঁকে। সোমবার বিকালে শিলিগুড়ির সভা সেরেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর কর্মসূচিতে কিছু পরিবর্তন হচ্ছে। যেখানে যেখানে সভা আছে সেখানে অনেকটা রাস্তা তিনি পদযাত্রা করবেন। মানুষের মাঝে গিয়ে তাঁদের কথা শুনবেন। সেই ঘোষণা মতো এদিন চোপড়া এবং ইসলামপুরে পদযাত্রা করেন। মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারে মানুষের স্বতঃস্ফূর্ত ভিড় ছিল চোখে পড়ার মতো।

কখনই তিনি ধরাছোঁয়ার বাইরে নন। হাত বাড়ালেই তাঁর নাগাল পাওয়া যায়। যে কোনও সমস্যার কথা তাঁকে বলতে পারে মানুষ। কারণ, তিনি অবলীলায় মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। মানুষ তাঁকে কাছ থেকে দেখার সুযোগ পান। মানুষের সুখ-দুঃখের শরিক হন। আবার অনেকেই হয়তো তাঁকে কাছ থেকে দেখতে পাননি। তবে তাঁকে দেখার এবং না দেখার মধ্যে হয়তো সামান্য ফারাক থাকতে পারে। কিন্তু তাঁকে নিয়ে সব মানুষের উপলব্ধি কিন্তু একই রকম। যখন তিনি মানুষের ভিড়ে মিশে যান, তখন একেবারেই অন্যরকম হয়ে যান। শোনেন মানুষের সুখ-দুঃখের কথা। যতটা পারেন সেই সমস্যার সমাধান করেন। এটাই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবনের অন্যতম বৈশিষ্ট্য। সেই চেনা মুখ্যমন্ত্রীকে দেখছে উত্তরবঙ্গের মানুষ।

Related Articles