রাজ্যের খবর
Trending

শিলিগুড়িতে উদ্ধার দশ লক্ষ টাকার ব্রাউন সুগার, পুলিশের হাতে গ্রেফতার ২

Brown sugar worth ten lakh rupees recovered in Siliguri, police arrested 2

The Truth Of Bengal: শিলিগুড়ি মিলনপল্লি এলাকা থেকে উদ্ধার দশ লক্ষ টাকার ব্রাউন সুগার। দুজনকে গ্রেফতার করা হয়। নেপথ্যে স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির মিলনপল্লি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি চার চাকা গাড়ি আটক করে পুলিশ। গাড়ি  তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। এর পরেই দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দের নাম মহম্মদ এক্রামূল শেখ ও আব্দুস সামাদ।দুজনেই কালিয়াচকের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। উদ্ধার হাওয়া ব্রাউন সুগার শিলিগুড়িতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসে হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ।

Free Access

Related Articles