Breaking : কোচবিহারে ফুল বদল, পঞ্চায়েত হাতছাড়া বিজেপির, বেপাত্তা নিশীথ
Breaking : Full change in Cooch Behar, Panchayat lost to BJP, Bepatta Nishith

The Truth Of Bengal : ২৪ এর লোকসভা নির্বাচনে কোচবিহার আসন বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার কোচবিহার উত্তর বিধানসভার একটি পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির। তৃণমূলে বিজেপির ৩ পঞ্চায়েত সদস্য। ঢাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া। এর আগে নিশিথের খাস তালুকে লেটাগুড়ি পঞ্চায়েতের দখল নিয়েছিল তৃণমূল। একসময় ডজনখানিক গাড়ির কনভয় নিয়ে নিশিত গ্রামে ঢুকলে হইহই পড়ে যেত। কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানের ঘেরাটোপে থাকা নিশীথ প্রামাণিক তখন বিজেপির হিরো।
ভোটের হাড়ের পর থেকে বেপাত্তা নিশীথ। প্রসঙ্গত ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পর ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য়ও তৃণমূলে যোগ দেন। তাদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্য়ের ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়।দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য় সংখ্য়া বেড়ে দাঁড়াল ১১।