রাজ্যের খবর

হাতে করে উঠে যাচ্ছে পথশ্রী প্রকল্পের তৈরি রাস্তার পিচ, ঠিকাদারি সংস্থাকে কড়া ধমক ব্লক তৃণমূলের সভাপতির

Bloc Trinamool president has threatened the contracting company

The Truth Of Bengal : ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পাইরাশি এলাকায়। দাসপুর থানার পায়রাশি থেকে চাঁইপাট ভায়া বৈঠাবাড়ি হয়ে সাড়ে ৪ কিলোমিটার রাস্তাটি পথশ্রী প্রকল্পে পিচ রাস্তায় রূপায়ন হচ্ছে, যার ব্যায় ২ কোটি ২২ লক্ষ ২৯ হাজার ৫০১ টাকা (২,২২,২৯,৫০১) টাকা।

রূপায়ণে বেনিয়মের অভিযোগ, রাস্তার কাজ প্রায় সমাপ্ত বললেই চলে, হঠাৎ সেই রাস্তা পরিদর্শনে যান পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা দাসপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমিত্র সিংহ রায় ও দাসপুর ২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি অলোক রঞ্জন ভুক্তা। পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির। হাতে করে উঠে যাচ্ছে পথশ্রী প্রকল্পে তৈরি পিচ রাস্তাটি, এ দেখেই ঠিকাদারি সংস্থাকে কড়া ধমক দিলেন জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায়।

জনবসতি নেই ফাঁকা রাস্তাতেই বেনিয়মে তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পের পিচ রাস্তা। ঘটনাস্থল থেকে দাঁড়িয়েই নির্মাণকারী সংস্থার কন্ট্রাক্টরকে ব্ল্যাকলিস্ট করা হবে বলে জানালেন সৌমিত্র সিংহ রায়। পাশাপাশি ঐ রাস্তাটি পুনরায় যাতে নতুন করে নির্মাণ করা হয় সেই বিষয় টির উপর তিনি জোর দেবেন বলেছে জানিয়েছেন। এবং কোন কারণেই দলের বদরাম বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন।

 

FREE ACCESS

Related Articles