
The Truth of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা দাসপুরে। ইটের দেওয়াল তো বটেই, লোহার দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করল বাইক। এই দুর্ঘটনায় আশঙ্কাজনক ২। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার তেতুলতলা এলাকায়।
জানা গিয়েছে সুলতান নগর গোপিগঞ্জ রাজ্য সড়কের তেতুলতলা এলাকায় একটি বাইক সজোরে এসে ধাক্কা মারে বাড়ির একটি দেওয়ালে। বাইকের গতিবেগ এতটাই ছিল যে ইটের তৈরির দেওয়াল ও লোহার দরজা ভেঙে বাড়ির ভেতর প্রবেশ করল বাইকটি।
ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক চালকসহ এক আরোহী। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা এসে বাইক চালক ও বাইক আরোহী কে উদ্ধার করে। খবর পেয়ে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। যদিও ওই বাইক চালক ও আরোহীর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
Free Access