রাজ্যের খবর

আদলতের বাইরে এক আর ভেতরে আরেক রুপ বিকাশরঞ্জন ভট্টাচার্যের, চাকরিপ্রার্থীদের বিক্ষোভের মুখে আইনজীবী

Bikash Ranjan Bhattacharya's lawyer in the face of protests by job seekers, one outside the court and another inside

The Truth Of Bengal :  এবার বিক্ষোভের মুখে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। আলিপুর কোর্টে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীদের একাংশ। আদালত চত্বরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিক্ষভের মুখে পড়া যথেষ্টই নজিরবিহীন ঘটনা। বিক্ষোভকারীদের একাংশ তাঁর কাছে জানতে চান, কোর্টের বাইরে সহানুভূতি দেখালেও বিচারপতির কাছে গিয়ে কেন সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্য রাখছেন তিনি? আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ঘিরে এই প্রশ্ন তুলতে থাকেন চাকরিপ্রার্থীদের একাংশ।

বিক্ষোভকারীদের দাবি, বিকাশরঞ্জন ভট্টাচার্যের জন্য চাকরি হারাতে হচ্ছে অনেককে। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও দাবি ওঠে বিক্ষোভকারীদের একাংশের মধ্য থেকে। আচমকা বিক্ষোভের মুখে পড়ে কোনও কথা বলতে শোনা যায়নি বিকাশকে। দ্রুত সেখান থেকে বেরিয়ে যান তিনি। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে।