রাজ্যের খবর

বানভাসি হুগলি , জলে ডুবল একাধিক ঘর বাড়ি, গৃহহারা মানুষ

Banvasi Hooghly, several houses submerged in water, homeless people

The Truth Of Bengal: বেশ কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হবার ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস হতে দেখা যাচ্ছে। অবিশ্রান্ত বৃষ্টিতে বানভাসি হবার সম্ভাবনা প্রবল। ডিভিসির তরফে জল ছাড়ার কথাও বলা হচ্ছে। এই পরিস্থিতিতে হুগলি জেলার একাধিক জায়গা জলে ডুবেছে। একাধিক ঘর বাড়িতে জল ঢুকেছে। ফলে অনেক মানুষ গৃহহারা হয়ে পড়েছে।

ইতিমধ্যেই মঙ্গলবার সকালে হুগলি জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় পুড়শুড়ায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না, আরামবাগ বন্যা পরিস্থিতির নোডাল অফিসার ওঙ্কার সিং মিনা, বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, সাংসদ মিতালী বাগ, হুগলি জেলা পরিষদের সভাপতি রঞ্জনধারা, হুগলি গ্রামীন পুলিশের এসপি কামনাশীষ সেন সহ হুগলি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

বিগত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন জায়গাতে অবিশ্রান্ত বৃষ্টি এবং অতিরিক্ত জলোচ্ছ্বাসে গৃহহীন মানুষদের হাতে তাঁরা খাবার তুলে দেওয়া থেকে শুরু করে বন্যা কবলিত এলাকার বাঁধগুলির পরিদর্শন করলেন। এমনকি তাঁরা গৃহহীন মানুষ এবং ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

Related Articles