রাজ্যের খবর

সাত সকালে বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই

At seven in the morning, a businessman was robbed at gunpoint

The Truth Of Bengal,সুব্রত কান্তি বিশ্বাস,ডালখোলা,উত্তর দিনাজপুর: বন্দুক দেখিয়ে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিলো উত্তেজিত জনতা। উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা ডালখোলা থানার মহম্মদ পুর এলাকায়।

জানা গিয়েছে ডালখোলা এলাকার বাসিন্দা মনোজ আগরওয়াল নামে এক ব্যবসায়ী প্রায় ৬ লক্ষ্য টাকা নিয়ে টোটোতে করে বিকোর হাটে যাচ্ছি। ডালখোলা থানার মহম্মদ পুর জাতীয় সড়ক এলাকায় বাইকে করে তিন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে।

ওই ব্যবসায়ীর চিৎকার চেঁচামেচি স্হানীয় বাসিন্দারা তারা করে তিন দুষ্কৃতীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ওই তিন দুষ্কৃতীকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Related Articles