রাজ্যের খবর

Aggressive Appeal: “পাল্টা মার দিন” বিজেপি কর্মীদের বিস্ফোরক পরামর্শ মিঠুনের

BJP National Executive member Mithun Chakraborty told party workers in Bengal they must hold ground at all costs

Truth Of Bengal: বিজেপি কর্মীদের বড় বার্তা দিলেন দলের জাতীয় কর্মসমিতির সদস্য, তথা জনপ্রিয় অভিনেতা, মিঠুন চক্রবর্তী। তিনি পরিষ্কার করে দেন যে মাটি কামড়ে পড়ে থাকতে হবে সকলকে, নাহলে পরাজয় নিশ্চিত(Aggressive Appeal)। তবে এরপর তিনি যা বলে বসেন, তা বেশ বিস্ফোরক। দলীয় কর্মীদের তিনি মার খেয়ে বাড়ি ফিরে আসার থেকে পাল্টা মার দেওয়ার পরামর্শ দেন।

[আরও পড়ুনঃ Barakar: বরাকরে পানীয় জলে দূষণ, জন্ডিস-ডায়রিয়ায় ভুগছেন বাসিন্দারা]

বছর শেষ হলেই বাংলায় বিধানসভা নির্বাচন। সংগঠন মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। নতুন রাজ্য সভাপতি হওয়ার পর একের পর এক কাজ করে চলেছেন শমীক ভট্টাচার্য। পাশাপাশি, দিল্লি থেকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে সভা করে গেছেন। এছাড়া দলের অন্যান্য নেতাদেরও কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দৌলতপুরে জেলা কার্যালয়ে আরামবাগ ও গোঘাটের বিজেপি কর্মীদের নিয়ে যৌথ কর্মী সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। সেখান থেকে তিনি একাধিক বার্তা দেন(Aggressive Appeal)। প্রথমে তিনি সকলকে বুঝিয়ে দেন যে জিততে হলে মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে। এরপরই করে বসেন বিস্ফোরক মন্তব্য। মহাগুরু বলেন, “মার খেয়ে বাড়ি ফিরবেন না, বরং পালটা মার দিন। চুপ করে মার খেলে হবে না। পাল্টা দিতে হবে। মার খাওয়ার ভয় নিয়ে মাঠে নামা যাবে না।”

FB POST: https://www.facebook.com/truthofbengal

যদিও তৃণমূল কংগ্রেস যে হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তা বরাবরই পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের অন্যান্য নেতারা। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে মিঠুন যে মন্তব্যটি করেছেন, তা উস্কানিমূলক(Aggressive Appeal)। অনেকে মনে করছেন যে যেই মন্তব্য মিঠুন চক্রবর্তী করেছেন, তার পরিণতি ভয়াবহ হতে পারে। একাংশের মতে এই মন্তব্যের জন্য বড় মাশুল দিতে হতে পারে গেরুয়া শিবিরকে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরের তরফ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় কিনা। কি করে রাজ্য সরকার, সেটাই এখন দেখার।

Related Articles